কম বয়সে চুল পাকে যেসব কারণে

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকরা বলেন শরীরে মেলানিনের অভাব ঘটলে চুল রঙ হারাতে শুরু করে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে অল্প বয়সে চুল পাকার। 

ধূমপানের সঙ্গে চুল পাকার একটা সম্পর্ক আছে। তাই ধূমপান ত্যাগ করতে পারলে বা ধূমপানের পরিমাণ কমিয়ে ফেলতে পারলে চুলে পাক ধরার গতি কমতে পারে। 

চুল পেকে যাওয়ার একটি বড় কারণ হলো মানসিক চাপ। ফলে কেউ যদি মানসিক চাপে থাকে তার চুল সাদা হয়ে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়।  

মাথার মাথার ত্বক ঠিকঠাক পরিষ্কার না করাও চুল পাকার একটি কারণ। চুল পরিষ্কার করার পর শুকানোর দিকেও নজর দিতে হবে।  

বেশি রোদ লাগা অর্থাৎ অতিরিক্ত অতিবেগুনি রশ্মি লেগেও চুলের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই চুলের ক্ষতি আটকাতে ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করাই ভালো।

মন্তব্য করুন