নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ যুবকের সন্ধান মিলেনি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম: কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের পল্টন থেকে এক যুবক কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন।

ওই যুবকের নাম জনি মুখার্জী।

তিনি নগরের পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে।

গত রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে জনি ঘর থেকে রাগ করে বের হয়ে আর ফিরেনি বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (১ জুলাই) পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জনির স্ত্রী মুক্তা ভট্টাচার্য্য।

এদিকে কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক খুড়িয়ে খুড়িয়ে হেঁটে ফেরিঘাটের বেইলি ব্রিজ পার হয়ে পল্টন থেকে নদীতে লাফিয়ে পড়েন। লাফিয়ে পড়া ওই যুবক জনি বলে শনাক্ত করেছেন স্বজনরা।

জনির প্রতিবেশি শ্রীচরণ বিশ্বাস জানান, জনি শারীরিক প্রতিবন্ধী। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন। জনির তিন মেয়ে রয়েছে। তিনি এলাকায় একটি দোকানে পান সিগারেট বিক্রি করে সংসার চালাতেন। রোববার দুপুরে পরিবারের সাথে ঝগড়া করে জনিকে এক নম্বর বাসে উঠে কালুরঘাটের দিকে যেতে দেখেছেন অনেকে।

জনির খোঁজ পেলে ০১৮৩৪ ৬৬২৫০৭ বা ০১৮১২ ৩৪৩৪৫৯ নম্বারে জানানোর অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

মন্তব্য করুন