ফকিরহাটে গাছ থেকে পড়ে দিনমুজুরের মৃত্যু

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে ইউসুব শেখ (৬৫) নামে এক দিনমুজুর মারা গেছেন। উপজেলার মানসা সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনমুজুর ইউসুব শেখ মধ্যবাহিরদিয়া গ্রামের মৃত কোহিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানান, মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইউসুব শেখ মানসা সাহাপাড়া এলাকায় কল্পনা চক্রবর্তীর একটি নারকেল গাছে উঠেন পরিস্কার করার জন্য।

এসময় হাত ফসকে মাটিতে পড়ে যান তিনি। মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন