বর্ষার শুরুতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম: বর্ষা না আসতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সর্বশেষ এক দিনেই ডেঙ্গুতে আক্রান্ত ৯ জন ভর্তি হয়েছেন হাসপাতালে।

চিকিৎসকরা বলছেন, সাধারণ জ্বর হলেই ঘরে বসে থাকার সুযোগ নেই। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কারণ পরীক্ষা নিরীক্ষা শেষেই বলা যাবে এটি ডেঙ্গু নাকি করোনা। এছাড়া বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিচ্ছেন তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২০৭ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গুর প্রকোপ তেমন বাড়েনি। তবে আমরা সব সময় সতর্ক আছি। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচার প্রচারণা চালানো হচ্ছে।  তাছাড়াও হাসপাতালে চিকিৎসার জন্য সব ধরণের প্রস্তুতি রাখতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে, সে জন্য ওষুধ ছিটানোসহ নানা উদ্যোগ নিয়েছি। তবে এখনও পরিস্থিতি তেমন জটিল পর্যায়ে পৌঁছায়নি।

চমেক হাসপাতালের উপ–পরিচালক ডা. অং সুই প্রু মারমা বাংলানিউজকে বলেন, হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি আছে, তাদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদেরও এ নিয়ে প্রস্তুতি রয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য করুন