মন ভালো নেই মেহজাবীনের

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মেহজাবীন চৌধুরী। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। অসংখ্য জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকপ্রেমীদের হাসিকান্নায় তিনি মাতিয়ে রাখেন। তেমন একটি নাটক ‘তিথিডোর’। এ নাটকে অনবদ্য অভিনয়ে দিয়ে একজন অবিবাহিত নারীর সংগ্রামী জীবনে লড়াই করে বেঁচে থাকা এবং হতাশা যে কতখানি গ্লানি সেটি দর্শকদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নাটক তো নাটকই। নাটক পরিচালকের কথায় অভিনয় হয়। কিন্তু বাস্তবে মেহজাবীন চৌধুরী সে রকম নয়। তার ব্যক্তিগত জীবন সব সময় হাসিখুশি।

বর্তমানে বিনোদন জগত থেকে দূরে সাতসমুদ্র তেরো নদীর ওপারে অবসর সময় কাটাচ্ছেন।  এ নাট্যাভিনেত্রী ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তোলা একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন মেহজাবীন। তিনি বোঝাতে চেয়েছেন তার মন ভালো নেই।

রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় বসে আছেন মেহজাবীন চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায় আমি শুধু এ মুহূর্তগুলো মিস করছি। আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে, আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি।’

মেহজাবীনের এই পোস্টটি সামাজিকমাধ্যমে পোস্ট করতেই দ্রুতগতিতে ভাইরাল হয়ে পড়ে। তার ভক্তদের মধ্যে অনেকেই প্রিয় অভিনেত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। একজন লিখেছেন— ‘জীবনের এই ছোটখাটো মুহূর্তগুলোর মধ্যেই আসল সুখ পাওয়া যায়। এমন একসময় আসে, যখন এগুলো মিস করে চোখে জল চলে আসে।’

আরেকজন লিখেছেন— ‘পরিবার থেকে দূরে থাকলে বোঝা যায় পরিবার কী জিনিস।’

মন্তব্য করুন