কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ‍্যাংয়ের হামলার ঘটনায় আহত আকাশ মাহমুদ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত আরও ৩ জন সাভারের এনাম মেডিকেলে ভর্তি আছেন।

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এনাম মেডিকেল কলেজের ডিউটি অফিসার ইউসুফ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আকাশ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কল‍্যানপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনি কাস্টম রোডে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। 

এর আগে আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর পিনিক রাব্বি গ্রুপের উপর হৃদয় গ্রুপ হামলা চালালে পিনিক রাব্বি গ্রুপের আকাশসহ ৪ জন আহত হন।  

নিহতের বাবা আবুল বাশার বলেন, আকাশ একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে অফিসের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাত ৮টায় জানতে পারি হৃদয় গ্রুপের লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। আজ সকালে সে মারা যায়। আমি দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি। 

এলাকাবাসী জানায়, পিনিক রাব্বি ও হৃদয় সন্ত্রাসী কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে। তাদের জন্য সবসময় আতঙ্কে থাকতে হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, ঘটনার পর দুজনেক গ্রেফতার করা হয়েছিল। তদন্তের স্বার্থে পরিচয় দেয়া যাচ্ছে না। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব‍্যাহত আছে। 

প্রসঙ্গত, কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপের মধ্যে গত ৯ জুলাই সংঘর্ষ হয়।

মন্তব্য করুন