গাইবান্ধায় ঘাঘট নদীতে শিক্ষিকার মরদেহ উদ্ধার

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শিরিন আক্তার গাইবান্ধা সদর প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়া পাড় ঘাঘট নদী থেকে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ–এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গাইবান্ধা সদর থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য করুন