ভারতেই তৈরি হবে টেসলা, দাম পড়বে ২০ লাখ 

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বহু আলোচনা শেষে অবশেষে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিতে পারে টেসলা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্কের সংস্থা বছরে পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষমতাসম্পন্ন একটি কারখানা গড়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
 
এতে আরও বলা হয়েছে, ভারতে নির্মিত টেসলার গাড়ির আনুমানিক দাম হতে পারে ২০ লাখ টাকা। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা বানানো নিয়ে জল্পনা চলছে। তবে আগে কারখানা গড়ে গাড়ি তৈরি, নাকি আমদানি করে গাড়ি বাজারে বিক্রির পর কারখানা, সেই জটিলতাতেই বারবার আটকে গেছে আলোচনা।

গত বছর এক টুইটে মাস্ক লিখেছিলেন, যেখানে আমরা গাড়ি বিক্রি এবং পরিষেবার অনুমতি পাব না, সেখানে উৎপাদনের জন্য কারখানা তৈরি করব না। 

মাস্কের এ টুইটে কোথাও ভারতের নাম উল্লেখ না থাকলেও অনেকে ধারণা করেছিলেন ভারতে কারখানা তৈরির প্রাথমিক শর্ত হিসেবে মাস্ক যে সুবিধাগুলো চান, তা পূরণ না হলে যে তিনি বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বেন না, টুইটে সেই বার্তা দিয়েছিলেন তিনি। 

মন্তব্য করুন