এবার শাহরুখের মায়ের চরিত্রে দীপিকা!

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’-এর প্রিভিউ ভিডিও মুক্তি পেয়েছে। দুই মিনিটের সেই ভিডিও ক্লিপে সবাইকে চমকে দিয়েছেন তিনি। পুরো সময়জুড়ে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কখনো তিনি ছিলেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে সবকিছূকে ছাড়িয়ে গেছে তার ন্যাড়া লুক। যেখানে অন্য এক শাহরুখের দেখা মিলেছে।

সেই ভিডিওতে সবচেয়ে বড় চমক অবশ্যই দীপিকা পাড়ুকোন। তিনি যে বিশেষ অতিথি হিসাবে সিনেমাতে থাকছেন, তা আগেও শোনা গিয়েছিল। প্রিভিউতে দেখা গেল দীপিকার অ্যাকশন অবতার। এখন কানাঘুষো, সিনেমাতে দীপিকা নাকি থাকছেন শাহরুখের মায়ের চরিত্রে।

নেটিজেনরা মনে করছেন, ‘জাওয়ান’ সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়া এক গল্পের সিনেমা। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।

আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জাওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটিতে শাহরুখের নায়িকা হিসেবে থাকছেন নয়নতারা। এছাড়া অভিনয় করছেন বিজয় সেথুপতি, থালাপতি বিজয়। সব মিলিয়ে বড় ধামাকা আসতে চলেছে বলা যায়।

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’-এর মাধ্যমেই প্যান ইন্ডিয়ান সিনেমার জগতে পা রাখতে চলেছেন শাহরুখ। বলিউডের বাদশা তিনি। দক্ষিণী বিনোদন জগতেও তার জনপ্রিয়তা কম নয়। দক্ষিণী পরিচালক হিসাবে ‘জাওয়ান’ সিনেমাতে গতে বাঁধা সব মশলাই রেখেছেন অ্যাটলি। এবার দেখার, ‘পাঠান’-এর ব্যবসা কি ছাপিয়ে যেতে পারবে ‘জাওয়ান’!

মন্তব্য করুন