বৃষ্টিতেও দ্রুতগতি, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দ্রুতগতিতে থাকায় একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় যাত্রীবাহী বাসটি- এমনটিই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

 

তারা জানান, চট্টগ্রাম থেকে ফেনীগামী বাসটি দ্রুতগতিতে ছুটে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়।

 

 

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও আরো অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ফকিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।

 

 

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজন হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ আরিফ, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল মেতালেব ও ফেনীর সোনাগাজী উপজেলার স্বপ্না রানী।

 

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, স্টার লাইন পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে এসে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি দ্রুতগতিতে ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

 

 

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।

মন্তব্য করুন