তাড়াশে কৃষকের বাড়িতে হামলা ১৩ লক্ষ টাকার মালামাল লুট

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নজিবর নামের এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকারসহ ১৩ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত ঐ কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটাবাড়ি মৌজায় ৩০ শতক জমি নিয়ে ঈশ্বরপুর গ্রামের কৃষক নজিবর রহমানের সাথে পার্শ্ববর্তি গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া (শিকারপাড়া) গ্রামের আব্দুল ছাত্তার মন্ডল ও আমির হোসেন মন্ডল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে আব্দুল ছাত্তার মন্ডলের নেতৃত্বে ৪৫ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড়, করাত, হাতুড়ী, শাবল ও হাসুয়া নিয়ে নজিবরের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ির আঙ্গীনায় ১২ টি ফলন্ত লিচু গাছ, ১০ টি আম গাছ, ৫০ টি সুপারী গাছ কেটে ফেলে। পরে বাড়িতে প্রবেশ করে লোকজন তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকে ভাংচুর চালায়। এ সময় ঘরে থাকা ৪ বস্তা চাল, ৯ মন সরিষা, ১৫ মন রসুন, সাড়ে ৪ লাখ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন