রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কারিগরি ত্রুটির কারণে শনিবার থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।  সোমবার দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-পরিচালক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছিল।  

আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে শনিবার রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।  আশা করি দ্রুত সময়ের মধ্যে আবারো উৎপাদন শুরু করা হবে। 

বর্তমানে কয়লা সংকট নেই বলে দাবি করেন তিনি।

উপ-পরিচালক আরও বলেন, বর্তমানে কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে; যা এখন পথে রয়েছে।  দ্রুত সময়ের মধ্যে সমুদ্র পথে বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছবে।

মন্তব্য করুন