রাশিয়ার ২০ ড্রোন ও ২ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ২০টি আক্রমণকারী রুশ ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটি। 

বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা চালান হয় বলে জানিয়েছে ইউক্রেন। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় রাজধানী কিয়েভে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। ইউক্রেনজুড়ে রুশ জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে।

বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেন, আমাদের একটি সফল বিমান প্রতিরক্ষা অভিযান হয়েছে।

তিনি বলেন, ‘উড়ন্ত ২০টি শাহেদের সব কটি ধ্বংস হয়েছে। দুটি কালিবার ক্রুজ মিসাইলও ধ্বংস হয়েছে।’

মন্তব্য করুন